হোম খুলনানড়াইল নড়াইলে ওলামা দলের নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইলে ওলামা দলের নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 72 ভিউজ

নড়াইল প্রতিনিধি: 

নড়াইলে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক বিশেষ নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। 

শনিবার (৩১ জানুয়ারি)দুপুরে বিএনপি নড়াইল জেলা কার্যালয়ে ওলামাদলের সভাপতি হাফেজ মাওলানা তৈয়্যেবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল ২ আসনের এমপি প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ । প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা মো: রফিকুল ইসলাম আসলামী ।  সভায়  ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা জয়নাল আবেদীন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাফলসহ জেলা- উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

সভায় বক্তারা আগামী ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে ওলামা দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং ভোটারদের মাঝে জনমত সৃষ্টির বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ওলামা দলের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন