নড়াইল প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলে নির্বাচন পর্যবেক্ষকদের দিনব্যাপী এ বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘ট্রেনিং ফর স্যাম্পল বেজড অবজার্ভারস (SBOs) ও শর্ট টার্ম অবজার্ভারস (STOs)’ শীর্ষক এই প্রশিক্ষণটি আজ ৩১ জানুয়ারি জেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়। প্রশিক্ষণে ২৯ জন প্রশিক্ষনয়ার্থী অংশ গ্রহন করেন। এতে প্রশিক্ষক ছিলেন বাচঁতেশেখা এইচ আর হিমেল সন্জিব কিস্কু,দীপন্কর অধিকারী,লং টাইম অবজার ইলেকশন মনিটারিংয়ের ফুয়াদ জিলানী,নবান্নের পরিচালক তামসী লাইলা প্রাপ্তি,সাংবাদিক সাইফুল ইসলাম খান প্রমুখ।
অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (AFED) এবং ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (EPD)-র যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়। অনুষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়নের (European Union) অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
নির্বাচনের দিন ভোটকেন্দ্র পর্যবেক্ষণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ায় পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, নির্বাচনী আচরণবিধি এবং স্বচ্ছ ভোট নিশ্চিতকরণে স্যাম্পল বেজড ও শর্ট টার্ম পর্যবেক্ষকদের করণীয় সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে দক্ষ পর্যবেক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে পর্যবেক্ষকরা আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নির্বাচনের দিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সক্ষম হবেন, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।
