নড়াইল প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–১ আসনে বিএনপির দলীয় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নির্বাচনী সমন্বয় অফিস উদ্বোধন করেছেন। বৃহসপতিবার দুপুরে (২৭ নভেম্বর) গোবরা বাজারে এ অফিসের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
সভায় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সেখহাটি ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক কার্তিক কুমার, সিঙ্গাশোলপুর বিএনপির নেতা লিটু সিকদার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, ওলামা দলের সভাপতি মাওলানা ওয়াহিদুর রহমান, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি ও সাবেক চেয়ারম্যান আশজাদুর রহমান মিঠু বিশ্বাস, সহ সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, আলেম–মাশায়েখ, কৃষক–শ্রমিকসহ অনেকে।
