নড়াইল অফিস :
দেশে সংগঠিত ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং নির্যাতনকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় নড়াইল প্রেসক্লাবের সামনে জেলা যুব মহিলা লীগের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ধর্ষন ও নারী নির্যাতন কারী যেই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনতে হবে, আমরা ধর্ষক ও নারী নির্যাতন কারীদের বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি।
জেলা যুব মহিলা লীগের আহবায়ক পলি রহমানের সভাপতিত্বে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন,নড়াইল পৌরসভার কাউন্সিলন শরফুল আলম লিটু,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাউসুল আযম মাসুম, মহিলা আওয়ামীলীগ ও নারীনেত্রী আঞ্জুমান আরা, জেলা যুব মহিলা লীগের আহবায়ক যুগ্ম আহবায়ক সুইটি বিশ্বাসসহ অনেকে। এসময় জেলা আওয়ামীলীগ,যুবলীগ, যুব মহিলা লীগের নেতা কর্মিরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।