জাতীয় ডেস্ক:
তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সে তালিকা অনুযায়ী গত পাঁচ বছরে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ৯ লক্ষাধিক ভোটার বেড়েছে।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটার ৬৫ লাখ ৭৬ হাজার ৯২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৬৩ হাজার ৫৮৩ জন, নারী ভোটার ৩১ লাখ ১৩ হাজার ২৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬১ জন। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। পাঁচ বছরের ব্যবধানে ভোটার বেড়েছে ৯ লাখ ৩৯ হাজার ৪৬০ জন।
নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় চট্টগ্রামের ১৬টি আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ২ হাজার ২২টি এবং বুথের সংখ্যা ১৩ হাজার ৭৪১টি। আর প্রতিটি ভোটকেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসারসহ চারজন দায়িত্বে থাকবেন। এর মধ্যে একজন সহকারী প্রিজাইডিং অফিসার ও বাকি দুইজন পোলিং অফিসার থাকবেন। আর সবচেয়ে বেশি ভোটার চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে। কম ভোটার চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে।
আসনভিত্তিক ভোটার ও ভোট কেন্দ্রের সংখ্যা
সংসদীয় আসন চট্টগ্রামের আসন উপজেলা ভোটার সংখ্যা ভোট কেন্দ্রের সংখ্যা কেন্দ্রের সংখ্যা বেড়েছে/কমেছে
২৭৮ ১ মিরসরাই ৩ লাখ ৬৬ হাজার ৩১৪ ১০৭ ৩ টি বেড়েছে
২৭৯ ২ ফটিকছড়ি ৪ লাখ ৮৯ হাজার ২২৭ ১৪২ ৬ টি বেড়েছে
২৮০ ৩ সন্দ্বীপ ২ লাখ ৫৬ হাজার ৯৮১ ৮৪ ৫ টি বেড়েছে
২৮১ ৪ সীতাকুণ্ড ৪ লাখ ৫১ হাজার ৫৭১ ১২৫ ২৭ টি বেড়েছে
২৮২ ৫ হাটহাজারী ৫ লাখ ১০ হাজার ১৯৯ ১৪৮ ৮ টি বেড়েছে
২৮৩ ৬ রাউজান ৩ লাখ ৩৮ হাজার ২০৭ ৮৪ ০
২৮৪ ৭ রাঙ্গুনিয়া ৩ লাখ ১২ হাজার ৮৬৫ ১০৩ ৭ টি বেড়েছে
২৮৫ ৮ বোয়ালখালী (শ্রীপুর, খরণদ্বীপ ব্যতীত)-চান্দগাঁও আংশিক ৫ লাখ ৪৩ হাজার ১৪৭ ১৮৪ ৬ টি কমেছে
২৮৬ ৯ কোতোয়ালী-বাকলিয়া ৪ লাখ ১৭ হাজার ৯৪৭ ১৪৪ ০
২৮৭ ১০ পাহাড়তলী-ডবলমুরিং-খুলশী ৪ লাখ ৪২ হাজার ২১১ ১৫০ ৬টি কমেছে
২৮৮ ১১ বন্দর-পতেঙ্গা ৫ লাখ ১৬ হাজার ৯৮৩ ১৫২ ৯ টি বেড়েছে
২৮৯ ১২ পটিয়া ৩ লাখ ৫৮ হাজার ২৩৬ ১০৬ ৫টি কমেছে
২৯০ ১৩ আনোয়ারা-কর্ণফুলী ৩ লাখ ৭২ হাজার ৫২১ ১১৮ ১২ টি বেড়েছে
২৯১ ১৪ চন্দনাইশ ৩ লাখ ১৩ হাজার ৮১০ ১০২ ২টি কমেছে
২৯২ ১৫ সাতকানিয়া-লোহাগাড়া ৪ লাখ ৮৮ হাজার ৭৮৭ ১৫৬ ৯ টি বেড়েছে
২৯৩ ১৬ বাঁশখালী ৩ লাখ ৯৭ হাজার ৯১৯ ১১৫ ৫ টি বেড়েছে
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক বলেন, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরাও সব প্রস্তুতি নিয়ে রেখেছি। ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এবার ৬৫ লাখের মতো ভোটার। যা গতবারের চেয়ে ৯ লাখ বেশি।’