ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় টানা ৫৪ দিন পর করোনা সংক্রমণের তৃতীয় ধাপে প্রথম দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং অপরজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আক্রান্ত দু’জনই করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন।
উপজেলা স্বাস্থ্য বিবাগ জানায়, সর্বশেষ গত ২২/১১/২০২১ ইং তারিখ ফকিরহাটে কোরানা রোগী শনাক্ত হয়। এরপর তৃতীয় ধাপে এই প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, রবিবার (১৬ জানুয়ারি) ১৮ জনের নমূনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।। এন্টিজেন পরীক্ষায় এরমধ্যে ২ জন করোনা পজিটিভ হয়েছেন। এদের একজন পাগলা শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং অপরজন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম অহিদুজ্জামান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী বলেন, আক্রান্ত দু’জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। অন্যন্যা কর্মকর্তাসহ ঐ বিদ্যালয়ের শিক্ষকদের পরীক্ষা করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের পর্যাবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য, ফকিরহাটে ইতোপূর্বে প্রথম ও দ্বিতীয় ধাপের করোনা সংক্রমনে ৯৮৭ জন করোনায় সংক্রমিত হয়েছিল। এছাড়া সে সময় করোনাক্রান্ত হয়ে উপজেলায় মোট ২৬জন মারা গিয়েছিল।
