হোম খেলাধুলা দেশে নিহতদের এশিয়া কাপের ম্যাচ ফি দান করেছেন সূর্য, একই পথে পিসিবি

দেশে নিহতদের এশিয়া কাপের ম্যাচ ফি দান করেছেন সূর্য, একই পথে পিসিবি

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনাল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি। ম্যাচ শেষে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তানকে পাঁচ উইকেটে হারালেও খেলা শেষ হওয়ার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই চলছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিপক্ষে এই জয়কে তুলনা করেছেন ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে। যেটি ছিল মূলত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় গত মে মাসে ভারতের সামরিক অভিযান। ওই হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করেছিল দিল্লি।

এর জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মোহসিন নাকভি ভারতকে ক্রীড়াঙ্গনে রাজনীতি টেনে না আনার পরামর্শ দেন।

খেলার পর দেখা গেছে দুই দেশ মানবিক সহায়তার ক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। রবিবার রাতে ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ঘোষণা দেন, তিনি টুর্নামেন্টের পুরো ম্যাচ ফি ভারতীয় সেনা এবং পেহেলগাম হামলার শিকার পরিবারকে দান করবেন।

সোমবার এক্স-এ পোস্ট করে সূর্যকুমার লিখেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি এই টুর্নামেন্টের ম্যাচ ফি আমাদের সশস্ত্র বাহিনী ও পেহেলগাম হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দান করবো। আপনারা সবসময় আমার ভাবনায় থাকেন।’

এর কয়েক ঘণ্টা পর পিসিবিও এক্স-এ ঘোষণা দেয়, পাকিস্তান দল ফাইনালের ম্যাচ ফি দেশটির বেসামরিক নাগরিক যারা গত মে মাসে ভারতের সঙ্গে সংঘাত চলাকালে প্রাণ হারিয়েছেন তাদের উৎসর্গ করেছে, ‘পাকিস্তান ক্রিকেট দল এশিয়া কাপ ফাইনালের ম্যাচ ফি ৭ মে হামলায় নিহত শিশুসহ নিরীহ মানুষদের উৎসর্গ করেছে। তাদের পরিবারের প্রতি রইলো আমাদের সমবেদনা ও প্রার্থনা।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন