খেলাধূলা ডেস্ক :
টানা দুটি বিশ্বকাপ ফাইনালে যে কোচ উঠতে পারেন, তার কদর হওয়া অস্বাভাবিক কিছু নয়। বরং কদর না হলেই ব্যাপারটা অস্বাভাবিক লাগত। কদর হচ্ছে ফ্রান্স জাতীয় দলের হেড কোচ দিদিয়ের দেশমেরও। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিলেন তিনি। এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে টিম ম্যানেজমেন্ট।
প্রায় এক যুগ আগে থেকে ফ্রান্স জাতীয় দলের সঙ্গে আছেন দেশম। ২০১২ সালে ফরাসিদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। দায়িত্ব সামলানোর সময় আরও দীর্ঘ হলো তার। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সে থাকার ব্যাপারে সম্মত হয়েছেন তিনি। দুই পক্ষের সমঝোতায় আসার ব্যাপারটি এক টুইটে জানিয়েছে ফ্রান্স।
দায়িত্ব নিয়ে দেশম বলেন, ‘ফ্রান্স দলকে সামলানো অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।’
২০১২ সালে দায়িত্ব নেয়ার পর দেশমের অধীন ২০১৪ বিশ্বকাপে খেলে ফ্রান্স। সেই আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় তারা। এরপর ২০১৬ সালের ইউরোর ফাইনালে খেলে পর্তুগালের কাছে হারে দেশম শিষ্যরা। দুই বছর পর রাশিয়ায় বিশ্বকাপের মুকুট জেতে তার দল।
ফ্রান্সে দেশম দ্বিতীয় শিরোপা জেতেন ২০২১ সালে, ইউরোপিয়ান নেশন্স লিগে। আর এ বছর বিশ্বকাপ ট্রফির দ্বারপ্রান্তে গিয়েও তা উঁচিয়ে ধরতে পারেননি তিনি। ফাইনালে ফ্রান্স হারে আর্জেন্টিনার কাছে। নির্ধারিত ও অতিরিক্ত মিলিয়ে দুদলের ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয় শিরোপার ভাগ্য। যেখানে ৪-২ ব্যবধানে জিতে ট্রফি নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা।