রাজনীতি ডেস্ক :
বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশবাসী নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশবাসী প্রস্তুত, নাশকতাকারীদের বিরুদ্ধে এবার রুখে দাঁড়াবে। শেখ হাসিনাকে আগামীতে আবারও ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ডিসেম্বর মাস; বিজয়ের মাস। ডিসেম্বরে খেলা হবে। কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে সামনে কোয়ার্টার ফাইনাল। সেখানে ব্রাজিল খেলবে, আর্জেন্টিনাও খেলবে। বাংলাদেশেও খেলা হবে। সবাই প্রস্তুত আছেন? রাজনীতির মাঠে খেলা হবে। সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে। লুটপাটের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, ভুয়া ভোটার বানানোর বিরুদ্ধে খেলা হবে।’
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শেখ ফজলুল করিম সেলিম কুমিল্লা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হিসেবে আ হ ম মুস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মুজিবুল হকের নাম ঘোষণা করেন।
