হোম জাতীয় দেম্বেলে ক্লাব ছাড়তে চান জানিয়ে দিলেন জাভি

স্পোর্টস ডেস্ক:

উসমান দেম্বেলেকে যার শূন্যস্থান পূরণ করতে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা, সেই নেইমারকেই অনুসরণ করতে চলেছেন এই ফরাসি উইঙ্গার। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার যে গুঞ্জন উঠেছে, সে বিষয়ে এবার মুখ খুলেছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। দুঃখভারাক্রান্ত হৃদয়ে জানিয়ে দিয়েছেন শিষ্যের সিদ্ধান্তের কথা।

উসমান দেম্বেলের বার্সেলোনায় যাওয়ার বিষয়টি নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন থেকেই। লা প্যারিসিয়ানও নিশ্চিত করেছিল, দেম্বেলেকে দলে টানার বিষয়ে তার সঙ্গে ঐক্যমত্যে পৌঁছেছে পিএসজি। পাঁচ বছরের চুক্তিতে ২৬ বছর বয়সী উইঙ্গারকে দলে টানছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। পিএসজিতে সব মিলিয়ে বছরে ২ কোটি ইউরো বেতন পাবে বলে নিশ্চিত করেছিল সংবাদমাধ্যমটি।

বুধবার (২ আগস্ট) লাস ভেগাসে শেষ প্রীতি ম্যাচে তাই জাভি বেঞ্চে বসিয়ে রাখেন দেম্বেলেকে। এসি মিলানকে ১-০ গোলে হারানোর ম্যাচে আনসু ফাতি গোলের পর সাইডলাইনের দিকে ছুটে গিয়ে দেম্বেলের সঙ্গে উদযাপন করলেন তাতেই মনে হচ্ছিল বার্সেলোনার জার্সিতে এটাই শেষ উদযাপন। ম্যাচ শেষে জাভি সেটাই নিশ্চিত করেছেন।

জাভি জানিয়েছেন, দেম্বেলে বার্সেলোনা ছাড়ছেন জন্যই এই ম্যাচে তাকে স্কোয়াডেও রাখেননি। স্প্যানিশ টিভি চ্যানেলকে তিনি বলেন, ‘আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমাদের সে (দেম্বেলে) জানিয়েছে ক্লাব ছাড়তে চায়। সরাসরিই সে সব কথা বলেছে। পিএসজি থেকে তার কাছে প্রস্তাব আছে। সেখান থেকে তারা তাকে ফোন করেছিল। আমাদের এখান থেকে কিছুই করার নেই। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

দেম্বেলে যে জাভির পরিকল্পনায় ভালোভাবেই ছিলেন সেটাও পরিষ্কার জাভির কথায়। পিএসজির প্রস্তাব এতোটাই আকর্ষনীয় যে, বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে ক্লাবে ধরে রাখার সামর্থ তার ক্লাবের নেই -সেটা অকপটে স্বীকার করেছেন জাভি।

তিনি বলেন, ‘আমরা ওদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি না। পিএসজির প্রস্তাবটা খুবই বড় এবং আমাদের নাগালের বাইরের। সে লুইস এনরিকে (পিএসজি কোচ) ও আল খেলাইফির (পিএসজির চেয়ারম্যান) সঙ্গে কথা বলেছে।’

এতোদিনের শীর্ষকে হারিয়ে যে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে জাভির সেটিও তিনি জানান। জাভি বলেন, ‘আমার কষ্ট লাগছে। কারণ, ভেবেছিলাম আমরা তার দারুণ যত্ন নিয়েছি এবং সে এখানে সুখেই আছে। কিন্তু সে আমাদের বলেছে, তার কাছে প্রস্তাব আছে এবং আমাদের ছেড়ে যেতে চায়। এ জন্য তাকে আজ খেলানো হয়নি।।

বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০১৭ সালে ১৩৫ মিলিয়ন ইউরোর আকাশছোঁয়া চুক্তিতে দেম্বেলেকে দলে ভিড়িয়েছিল বার্সা। তবে চোটের কারণে খুব বেশি ম্যাচ তিনি খেলতে পারেননি। ৬ বছরে ১৮৫ ম্যাচে ৪০ গোল করেছেন তিনি। ক্লাবটির হয়ে তিনবার লা লিগা ও কোপা দেল রের শিরোপা জিতেছেন দেম্বেলে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন