হোম দেবহাটা দেবহাটায় ৪৬তম বিজ্ঞান প্রযুক্তি মেলা ও তারণ্য উৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

দেবহাটায় ৪৬তম বিজ্ঞান প্রযুক্তি মেলা ও তারণ্য উৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

কর্তৃক Editor
০ মন্তব্য 101 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলায় ৪৬ জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলম্পিয়াডের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
(৬ ই জানুয়ারি) সকাল ১১.০০ টায়,দেবহাটা উপজেলা সম্মেলন কক্ষে। একই সাথে গত ১ই জানুয়ারি থেকে সারাদেশে তারণ্য উৎসব ২০২৫ শুরু হয়েছে তার ধারাবাহিকতায়, দেবহাটা কি ভাবে পালন করা যায় সেই ব্যাপারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার আসাদুজ্জামান সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন নাহার, উপজেলা ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নোয়াপাড়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, পারুলিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের প্রতিনিধি শিক্ষক আবু তালেব, ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ হোসেন, মুজাহিদ বিন ফিরোজ,সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দু উপস্থিত ছিলেন। এই সময় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন আমরা চাই আমাদের মেলা থেকে যেনো এমন কিছু ক্ষুদে বিজ্ঞানী উঠে আসুক যারা আগামীতে দেবহাটা তথ দেশের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন