দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় পরেশ চন্দ্র সরকার (৫৪) নামের এক সংখ্যালঘুকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। তিনি দেবহাটার রামনাথপুর মাঝিপাড়া গ্রামের মৃত রাধাপদ সরকারের ছেলে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীরহাট প্রণব মঠ’র সামনে এ মারপিটের ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরেশ সরকার জানান, পারিবারিক একটি শালিস বৈঠককে কেন্দ্র করে পার্শ্ববর্তী জগন্নাথপুর গ্রামের মৃত সবুর সরদারের ছেলে কবির সরদার (৪০) এর সাথে তাদের বিরোধ চলে আসছিল। শনিবার সকালে প্রতিদিনের ন্যায় গাজীরহাট প্রণব মঠ’র সামনে জাহাঙ্গীরের দোকানে বসে চা পান করছিলেন তিনি। এসময় আকস্মিক কবির সরদার সেখানে পৌঁছে তাকে গালিগালাজ শুরু করেন। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কবির সরদার সংখ্যালঘু পরেশ সরকারকে বেধড়ক মারপিট করেন। পরে বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানকে মুঠোফোনে জানানোর পর ভুক্তভোগী পরিবারটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।