হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্দ্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে দেবহাটা ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এ

সময় চলতি দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, আ’লীগ নেতা আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের খেলায় কুলিয়া ইউনিয়ন বনাম সখিপুর ইউনিয়ন এবং পারুলিয়া ইউনিয়ন বনাম দেবহাটা সদর ইউনিয়নের খেলোয়াড়রা একে অপরের প্রতিদ্বন্দীতা করেন। এতে ১-০ গোলে সখিপুর ও পারুলিয়া ইউনিয়নকে হারিয়ে কুলিয়া ইউনিয়ন ও দেবহাটা সদর ইউনিয়ন বিজয়ী হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন