দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় পৃথক অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিলসহ আলতাফ গাইন (২৭) নামের এক মাদক ব্যবসায়ী এবং শেখ গোলাম মোস্তফা ওরফে বাবলু (৫২) নামের অপর এজাহার নামীয় মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলতাফ গাইন চরশ্রীপুর গ্রামের আবুল গাইনের ছেলে এবং গোলাম মোস্তফা বাবলু চাঁদপুর গ্রামের মৃত আবু বকর সিদ্দিকীর ছেলে।
মঙ্গলবার রাতে দেবহাটা থানার পৃথক অভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ।
