দেবহাটা প্রতিনিধি :
মানববন্ধন, জয়িতা সম্মাননা, হুইল চেযার বিতরণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দেবহাটায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ অভিমূখে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ণ ও আইনী সুরক্ষা কর্মসূচি এবং পল্লী সমাজের সদস্যরা।
এসময় মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসুচির অফিসার সামছুন্নাহার পারভীন, পাঁচ জন জয়িতা নারী যথাক্রমে সুফিয়া পারভীন, মনোয়ারা বেগম,আয়শা সিদ্দকা, সালমা খাতুন, মনোয়ারা খাতুন ও গৌরী রানী, ওয়েব ফাউন্ডেশনের জেলা ফ্যাসিলেটর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থীসহ পল্লী সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
একইসাথে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা প্রদান ও হুইল চেয়ার বিতরন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এসময় দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, পাঁচ ক্যাটাগরীতে সম্মাননা প্রাপ্ত জয়িতা নারীগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন।