দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মোক্তাহিদ হোসেন সুমন (২৯) নামের এক যুবককে পিটিয়ে ও কামড়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার বিকাল ৫টায় উপজেলার বসন্তপুর গ্রামে আহত সুমনের মুদি দোকানে এ মারপিটের ঘটনাটি ঘটে। আহত সুমন হোসেন বসন্তপুরের আজিজ সরদারের ছেলে। বর্তমানে তিনি সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে মোক্তাহিদ হোসেন সুমনের সাথে তার দুই চাচতো ভাই তামাজুল হক বাবু ও তুহিন পারভেজের সাথে দ্বন্দ চলে আসছিল। সম্প্রতি তামাজুল হক বাবু ও তুহিন পারভেজের মালিকানাধীন একটি পোল্ট্রি খামার থেকে তীব্র দূর্গন্ধ সৃষ্টির ফলে পরিবেশ দুষিত হতে থাকলে তার প্রতিবাদ করেন মোক্তাহিদ হোসেন সুমন।
এতে ক্ষিপ্ত হয়ে তামাজুল হক বাবু ও তার ভাই তুহিন পারভেজ শনিবার বিকেলে মোক্তাহিদ হোসেন সুমনকে তার মুদি দোকানে ফেলে বেধড়ক মারপিট ও শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার সূত্রে জানা গেছে।
