হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় গৃহবধুকে ধর্ষনের ঘটনায় মামলা, ধর্ষক কারাগারে

দেবহাটায় গৃহবধুকে ধর্ষনের ঘটনায় মামলা, ধর্ষক কারাগারে

কর্তৃক Editor
০ মন্তব্য 118 ভিউজ

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় ব্লাকমেইল ও পরকীয়ার ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে ধর্ষনের শিকার গৃহবধূ (২৫) বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন।

পরবর্তীতে দেবহাটা থানার এসআই হাসিনা খাতুন সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সখিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক নওয়াব আলী (৩৮) কে গ্রেপ্তার করেন। শুক্রবার ধর্ষক নওয়াব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। একইসাথে ধর্ষনের ঘটনার আলামত সংগ্রহ এবং আদালতের অনুমতিক্রমে ভিকটিমের মেডিকেল চেকআপের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়। গ্রেপ্তারকৃত ধর্ষক নওয়াব আলী উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামের আকবর গাজীর ছেলে।

ধর্ষনের শিকার গৃহবধূর পিতা নওয়াপাড়া গ্রামের জলিল গাজী জানান, দীর্ঘদিন ধরে তার মেয়েকে ব্লাক মেইল ও পরকীয়ার ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষন করে আসছিলো নওয়াব আলী। বৃহষ্পতিবার সে ফের তার মেয়েকে জোরপূর্বক ধর্র্ষন করলে ভিকটিম বিষয়টি তার পরিবারকে জানায়। একপর্যায়ে পরিবারের সদস্যদের সাথে নিয়ে থানায় হাজির হয়ে ভিকটিম গৃহবধূ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং-১।

বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, ধর্ষনের ঘটনায় ভিকটিম বাদী হয়ে মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাছাড়া গ্রেপ্তারকৃতকে বিচারার্থে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। একইসাথে আলামত সংগ্রহ করে আদালতের অনুমতিক্রমে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রেরণ এবং ভিকটিমের মেডিকেল চেকআপের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন