হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু!

দেবহাটায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু!

কর্তৃক
০ মন্তব্য 96 ভিউজ

দেবহাটা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের গাছের ডালপালা কাটার সময় অসাবধানতা বশত গাছ থেকে পড়ে গিয়ে শামছুর গাজী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙ্গা গ্রামের মৃত করিম বক্স গাজীর ছেলে এবং গাছ কাটার কাজের শ্রমিক ছিলেন। শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার টাউনশ্রীপুর কোম্পানী সদর বিজিবি ক্যাম্পের অভ্যন্তরে ঘূর্নিঝড় আম্পানে আংশিক ভেঙে পড়া গাছের ডালপালা কাটার সময় অসাবধানতা বশত গাছ থেকে পড়ে যান তিনি। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ শামছুর গাজীকে মৃত ঘোষনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন