আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলার সখিপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৭ই এপ্রিল গনিত পরিক্ষা চলা কালে মো.মহিউদ্দিন হোসাইন নামের এক পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে স্মার্ট ফোন এনে সেটা দেখে লেখার সময় পরিক্ষা সেন্টারে দায়িত্বে থাকা অফিসার তাকে হাতে নাতে আটক করে। পরে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের মাধ্যমে তাকে বহিস্কার করা হয়। তিনি এই সময় বলেন পরীক্ষার কেন্দ্রে নকলসহ সব ধরনের অসদুপায় প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। কোনো কেন্দ্রে অনিয়ম পেলে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।