হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় অসহায় মহিলার এলভেষ্টর নিয়ে নেয়া সেই বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

দেবহাটায় অসহায় মহিলার এলভেষ্টর নিয়ে নেয়া সেই বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

কর্তৃক
০ মন্তব্য 126 ভিউজ

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা:

সাতক্ষীরার দেবহাটায় অসহায় স্বামী পরিত্যাক্তা মহিলাকে ভয়ভীতি দেখিয়ে সেনাবাহিনীর দেয়া সিমেন্ট শীট (এলভেষ্টর) জোরপূর্বক নিয়ে নেয়ার ঘটনায় অভিযুক্ত সেই বিএনপি নেতা রেজাউল করিম বাপ্পা’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার বেলা ১২ টায় ভুক্তভোগী স্বামী পরিত্যাক্তা সীমা রায় বাদী হয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের কার্যালয়ে লিখিত অভিযোগটি দায়েরসহ সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি এবং সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের দপ্তরে অভিযোগের অনুলিপি প্রেরণ করেন। এদিকে ঘটনাটি নিয়ে মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর উপজেলাব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর দেয়া সিমেন্ট শীট (এলভেষ্টর) ভয়ভীতি দেখিয়ে নিয়ে নেয়ার ঘটনাটি জনপ্রতিনিধি ও সাংবাদিকদের কাছে প্রকাশ করায় বর্তমানে ওই বিএনপি নেতা রেজাউল করিম বাপ্পা ভুক্তভোগী নারীকে অকথ্য ভাষায় গালিগালাচসহ ভিকটিমকে জীবন নাশের হুমকি দিচ্ছে বলেও দায়েরকৃত লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী সীমা রায় তার দায়েরকৃত লিখিত অভিযোগে জানিয়েছেন, তিনি একজন স্বামী পরিত্যাক্তা অসহায় গৃহবধূ। বিগত কয়েক বছর ধরে তিনি দেবহাটা বিজিবি ক্যাম্প সংলগ্ন ইছামতি নদীর বেড়িবাধের (পাকা রাস্তা) পাশে মাটির কুঁড়ে ঘরে তার একমাত্র শিশু সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করে আসছেন।
স্বামী পরিত্যাক্তা হওয়ায় মাঠে ঘাটে নারী শ্রমিক হিসেবে দিনমজুরিসহ মানুষের বাড়ীতে হাড়ভাঙা খাটুনি খেটে কোনভাবে তার সংসার চলে। সম্প্রতি সুপার সাইক্লোন আম্পানে তাদের একমাত্র আশ্রয়স্থল ওই মাটির কুঁড়ে ঘরটিও ভেঙে যায়। ফলে ভাঙা ঘরটিতে পলিথিন মুড়ে দুর্ভোগ দূর্দশায় দিন কাটাচ্ছেন তিনি ও তার পরিবার। গত সোমবার (৮ জুন) তার বসত ঘরটি পুনঃনির্মানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাকে ৭২টি সিমেন্ট শীট (এলভেষ্টর) প্রদান করেন।
পরবর্তীতে সেনা সদস্যরা চলে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে জোর পূর্বক ১২ টি সিমেন্ট শীট নিয়ে নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও দেবহাটা পোস্ট অফিস সংলগ্ন এলাকার মৃত আবুল কালামের ছেলে রেজাউল করিম বাপ্পা। ওই বিএনপি নেতা তার কাছ থেকে সিমেন্ট শীট গুলো নিয়ে দেবহাটা এলজিইডি অফিসের নারীকর্মী দেবহাটা কলেজ মোড়ের বাসিন্দ ফিরোজা বেগমের বাড়ীতে পাঠিয়ে দিয়েছে বলে তিনি নিশ্চিত হন। পরবর্তীতে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং সাংবাদিকদের জানালে বর্তমানে ওই বিএনপি নেতা রেজাউল করিম বপ্পা তাকে অকথ্য ভাষায় গালিগালাচ এবং তার ক্ষতিসাধনসহ জীবননাশের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় তিনি শিশু সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
তাই উক্ত বিএনপি নেতা রেজাউল করিম বাপ্পা’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ যাতে তিনি তার সিমেন্ট শীট গুলো ফেরত পেতে পারেন সেজন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন