হোম অন্যান্যসারাদেশ দেবহাটার নওয়াপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটার নওয়াপাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে গাজীরহাট বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব প্রদান করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (সাহেব আলী)।

উক্ত প্রতিবাদ সমাবেশে মোবাইল কনফারেন্স বক্তব্য দেন সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক (এম পি)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজমুস শাহাদাৎ (নফর বিশ্বাস), নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার রায়, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান (মনি) প্রমুখ।

উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, সম্পাদক শেখ মনিরুজ্জামান (মামুন), ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আজগার আলী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহানন্দ সরকার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ছবিলর রহমান, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুর রহমান(রব), ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আসমাতল্লাহ গাজী আসমান, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য শওকাত হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহমুদ গাজী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন গাজী, সম্পাদক আকবর আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার রায়, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা উপজেলা যুবলীগের সদস্য সাব্বির আহম্মেদ, উপজেলা যুবলীগের সদস্য শেখ হাফিজুল ইসলাম, আবদুল আলীম পলাশ সহ বিভিন্ন নেতৃবৃন্দরা।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রদল নেতার কুরুচি মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক-এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উন্নয়ন ও নেতৃত্বে সারাবিশ্বে একটি রোল মডেল। আজ তার প্রচেষ্ঠায় দেশ যখন উন্নয়নের ধারায় বহমান ঠিক সেই সময় ছাত্রদলের এমন মন্তব্য মানায় না। আমরা তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের নেত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য আমরা কখনোই সইবো না। আমরা সব সময় প্রস্তুত আছি। কোন প্রকার কটুকথা মেনে নেওয়া হবে না। কেউ যদি এমন সাহস দেখাতে আসে আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দেব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন