আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা সাড়ম্ভরভাবে উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্প্রতি যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর অহিদুজ্জামান, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম , রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন , পূজা কমিটির নেতৃবৃন্দের মধ্যে গাজীরহাট মন্দিরের সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ, পূর্ব কুলিয়া মন্দিরের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, বহেরা মন্দির কমিটির সভাপতি নিত্যনন্দ সরকার, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আমিনুল ইসলাম, দেবহাটা বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল বারী, উপজেলা আনসার কর্মকর্তা আসলতা খাতুন, দেবহাটা পল্লী বিদ্যুতের সাব-জোনালের এজিএম স্বপন কুমার পাল, উপজেলা পুজা উৎযাপন কমিটির সহ-সভাপতি শরৎ ঘোষ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ইমরান বাশার, দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সাবেক সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, ছাত্র প্রতিনিধি আরিফ হোসেন প্রমুখ।সভায় উপজেলার ২১টি পুজা মন্ডপের সভাপতি, সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন উপস্থিত ছিলেন। এসময় সড়কে যানজট নিরসন, চুরি-ছিনতাই রোধ, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।এছাড়া প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা, পুজাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা, বিদ্যুতের বিকল্প জেনারেটর ব্যবস্থা রাখা, নিজস্ব স্বেচ্ছাসেবক রাখাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।