আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই মাসের স্মৃতি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ই জুলায় দুপুর ২ টায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামাতের আমির মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সধারণ সম্পাদক ও ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল,সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের অধ্যাপক অলোক কুমার, দেবহাটার একমাত্র শহীদ আসিফের ভাই রাকিব হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা পিএইও নিরঞ্জন চক্রবর্তী,উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নরী বিষয়ক কর্মকর্তা নাসরীন নাহার,সহকারী মৎস কর্মকর্তা সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্চয় কুমার মন্ডল, একাডেমি সুপার ভাইরাজ মিজানুর রহমান, আইসিটি অফিসার ইমরান হোসেন, ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম হোসেন, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, নাহিদ হোনেন,আবু রায়হান, দেবহাটা থানার প্রতিনিধি কওসার আলী,আনসার ভিডিপি কর্মকর্তা আসালতা খাতুন সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক বৃন্দু উপস্থিত ছিলেন। এই সভায় জুলাই মাসের শহীদদের স্মরণে এবং বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করা হয়।