আব্দুল্লাহ আল মামুন:
আমি কন্যা শিশু সপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার ৮ই অক্টোবর সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমির মাও: অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, ইমরান হোসেন, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, দেবহাটা মডেল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।