হোম ফিচার দেবদাস সিনেমা নিয়ে জানা-অজানা খবর

বিনোদন ডেস্ক :

১৯১৭ সালে শরৎচন্দ্রের লেখা উপন্যাস ‘দেবদাস’ নিয়ে সিনেমা তৈরি হয়েছিল নানা দেশে। পাঠকদের প্রিয় এ উপন্যাস অবলম্বনে ৭টি ভাষায় তিন দেশে ২০টি সিনেমা নির্মিত হয়েছে। তবে দর্শক বিবেচনায় নির্মাতা সঞ্জয় লীলা বানসালির দেবদাসই এগিয়ে গেছে সবার চেয়ে।

২০০২ সালের ১২ জুলাই মুক্তি পায় দেবদাস সিনেমাটি। তখনকার সময় এই পিরিয়ডিক ড্রামা জনরার সিনেমা বানানোটা বেশ কঠিন ছিল, লসের সম্ভাবনাও ছিল অনেক। কিন্তু মুক্তি পাওয়ার পর ঝড় ওঠে সিনেদুনিয়ায়। প্রেম-গর্ব-বিরহের মিশেল এক অন্য মাত্রা পায়। তা ছাড়া সিনেমাটি ‘দেবদাস’ উপন্যাস থেকে প্রথম হিন্দিতে তৈরি হওয়া সংস্করণ।

এদিকে দেবদাস সিনেমায় অভিনয় করার প্রথম সুযোগ আসে সালমান খানের কাছে। সালমান না করায় সে সুযোগ চলে যায় শাহরুখের কাছে। ভালো স্ক্রিপ্ট পেয়ে শাহরুখ দেবদাস সিনেমার সুযোগ হাতছাড়া করেননি। এ ছাড়া ছবির একটি গানে মাধুরী ১৫ লাখ টাকা দামের ৩০ কেজি ওজনের অলংকার শরীরে পরিধান করেন। অন্য আরেকটি গানে মাধুরীর লেহেঙ্গার ওজনই ছিল ১৫ কেজি। কোরিওগ্রাফার ভয় পেলেও সেই পোশাকে মাধুরী চমৎকার নাচ করেছেন। সিনেমার সেটে ২-৩টা জেনারেটর থাকে, তবে এই সিনেমার সেটে ৪২টি জেনারেটর সবসময় স্ট্যান্ডবাই থাকত। যার দরুন শুটিং চলাকালীন মুম্বাইয়ের বিয়ের অনুষ্ঠানগুলো বিপদে পড়ে যায়। মুভিতে ব্যবহার করা হয়েছে ২৫০০ লাইট। যার জন্য নিয়োজিত ছিল ৭০০ লাইটম্যান।

এ ছাড়া শ্রেয়া ঘোষাল তখনো কিশোরী, মাত্র ১৬ বছর বয়স। সামনে তার এইচএসসি পরীক্ষা, তবু গান ছাড়েননি। স্টুডিওতে যাওয়ার সময় প্রতিদিন বইখাতা সঙ্গে করে নিয়ে যেতেন। এ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। সিনেমায় ঐশ্বরিয়ার গাওয়া সব গানের কণ্ঠ ছিল শ্রেয়ার। প্রথম চলচ্চিত্রেই জাতীয় পুরস্কার পেয়ে যান তিনি। তারপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

এদিকে টাইম ম্যাগাজিন জানায়, ২০০২ সালে বিশ্বে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার মধ্যে সেরা মুভি ছিল দেবদাস। সিনেমাটি ১১টি বিভাগে ফিল্মফেয়ার জেতে, যার মধ্যে সেরা অভিনেতা হিসেবে শাহরুখ খান, সেরা পরিচালক সঞ্জয় লীলা বানসালি, সেরা অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও সেরা সহকারী অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন মাধুরী দীক্ষিত।

সূত্র: বলিউড হাঙ্গামা

সম্পর্কিত পোস্ট

মতামত দিন