হোম খেলাধুলা দুই ব্রাজিলিয়ান কোচের রেকর্ডে ভাগ বসালেন স্ক্যালোনি

ফুটবল বিশ্বকাপ :

লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার কোচই হয়েছিলেন অনেকটা অপ্রত্যাশিতভাবে। ২০১৮ বিশ্বকাপে ভরাডুবির পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। অবশেষে তার হাত ধরেই কিনা শিরোপাখরা ঘুচল আর্জেন্টিনার। গত বছর কোপা আমেরিকা জয়ের পর এবার তার অধীনই পরম আকাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা উঠল আলবিসেলেস্তেদের হাতে। ইতিহাসে এমন কৃতিত্ব এর আগে দেখিয়েছেন মাত্র দুজন ব্রাজিলিয়ান কোচ।

দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। অন্যদিকে, বিশ্বকাপ ফুটবলকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। দুই বছরে এই দুই শ্রেষ্ঠত্বের শিরোপা আর্জেন্টিনাকে এনে দিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। ২০২১ সালে কোপা আমেরিকায় ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। আর সদ্যই ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্ক্যালোনির দল। দুই শিরোপা জিতিয়ে স্ক্যালোনি ভাসছেন বন্দনায়।

ডিয়েগো ম্যারাডোনা-যুগের পর আর্জেন্টিনার ফুটবল কাটিয়েছে দীর্ঘ খরার সময়। ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা জয়ের পর ২৮ বছর কোনো শিরোপা জেতেনি আর্জেন্টিনা। অবশেষে ২০২১ সালে স্ক্যালোনির অধীনই কোপা আমেরিকা জেতে আলবিসেলেস্তেরা। এরপর টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে যাওয়া আর্জেন্টিনা প্রথম ম্যাচে হেরে গেলেও লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, হুলিয়েন আলভারেজদের নৈপুণ্যে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। আর তাতেই বিরল এক রেকর্ডে ভাগ বসিয়েছেন স্ক্যালোনি।

ফুটবল ইতিহাসের তৃতীয় কোচ হিসেবে দলকে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতিয়েছেন স্ক্যালোনি। তার আগে এমন কীর্তি দেখিয়েছেন মাত্র দুজন কোচ। ব্রাজিলের দুই কিংবদন্তি কোচ মারিও জাগালো ও কার্লোস আলবার্তো পেরেইরা স্ক্যালোনির আগে দলকে জিতিয়েছিলেন কোপা আমেরিকা ও বিশ্বকাপ শিরোপা।

এই কীর্তি প্রথম দেখান ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ও কোচ মারিও জাগালো। তার অধীন ১৯৭০ সালে বিশ্বকাপ জেতে ব্রাজিল। এরপর ১৯৯৭ সালে সেলেসাওদের জেতান কোপা আমেরিকার শিরোপা।

তার এই কীর্তির পুনরাবৃত্তি ঘটান কার্লোস আলবার্তো পেরেইরা। ১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো এই কোচ ২০০৪ সালে দলকে জেতান কোপা আমেরিকা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন