নড়াইল অফিস :
নড়াইলে দুই দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প শেষ করেছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। সোমবার(২২ নভেম্বর) বিকালে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সেবাকেন্দ্রে এই কর্মসূচীর সমাপ্ত হয়।
এর আগে ২১ নভেম্বর লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় ১ হাজার দন্ত রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসকরা। ১৪ জন দন্ত চিকিৎসক ৭টি বুথে দুই দিনে প্রায় দেড় হাজার রোগীর দাত পরীক্ষা করে পরামর্শ প্রদান করেন।
মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাথে আকা ফাউন্ডেশন প্রথমবারের মতো নড়াইলে এত বিপুল সংখ্যক রোগী দন্ত পরীক্ষা করেন। সোমবার বিকালে চিকিৎসকদের মাঝে ক্রেষ্ট তুলে দেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি শামীমূল ইসলাম টুলু,যুগ্ম সম্পাদক কামরুল আলম,কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম প্রমুখ।
