খেলাধূলা ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে তারুণ্যের ভিড়ে দিনেশ কার্তিকের পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। আর তারকা ক্রিকেটারের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তার সফলতার রহস্য ফাঁস করলেন ভারতের ক্রিকেট দলের সাবেক কোচ রবি শাস্ত্রী।
চলমান আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে প্রতি ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং করছেন দিনেশ। ইতোমধ্যে ৭ ম্যাচ খেলেছেন তিনি। এতে ২০৫.৮৮-র স্ট্রাইক রেটে ২১০ রান করেছেন ৩৬ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান।
চলতি মৌসুমে তার সাত ইনিংসের মধ্যে ছয়টিতে দিনেশ নটআউট ছিলেন। তার ব্যাটিংয়ে একটি বিশেষ গুণ লক্ষ করেন শাস্ত্রী। আর এ কারণেই অভিজ্ঞ দিনেশ এত সাফল্য পাচ্ছেন বলে মনে করেন সাবেক ভারতীয় কোচ।
শাস্ত্রী বলেন, দিনেশ তার পছন্দমতোই খেলছে। তার ব্যাটিং দেখলে স্পষ্ট বোঝা যাবে, সে দারুণ সব জায়গা নিয়ে নিজের পছন্দমতো সব শট খেলছে। এই বছর সবচেয়ে ভালো যেটা করছে, সেটা হলো বলের লাইন আগে থেকে অনুমান করে জায়গা নেওয়া। এমন করলে সবসময়ই ব্যাটসম্যানরা বোলারের থেকে এক ধাপ এগিয়ে থাকে।
সাবেক ভারতীয় কোচ আরও বলেন, দিনেশের চিন্তাভাবনা একেবারে পরিষ্কার। এর ফলে তার ব্যাটিংয়েও পার্থক্য চোখে পড়ছে। সে ফিট, অভিজ্ঞ এবং বহুদিন ধরে খেলছে। সবচেয়ে ভালো যেটা লাগছে সেটা হলো, তার মধ্যে এখনো সেই ক্ষুধাটা দেখা যাচ্ছে। সে নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছে এবং তাকে নির্দিষ্ট একটি ভূমিকা দেওয়া হয়েছে। একটা জিনিস বলতেই হচ্ছে, তার বয়সে ও অনেক তরুণদের চেয়ে অনেক দ্রুত লেংথটা ধরে ফেলছে, বিশেষত শর্ট বলের ক্ষেত্রে। তার মৌসুমটা একেবারে দুর্ধর্ষ কাটছে।
দিনেশ নিজেও জানিয়েছেন যে তিনি ভারতীয় দলে প্রত্যাবর্তনের জন্য বদ্ধপরিকর এবং বর্তমানে তিনি যে খেলাটা খেলছেন, তার জন্য আগে থেকেই আরসিবি তার ভূমিকা ঠিক করে দেওয়ায় প্রস্তুতিতে তার সুবিধা হয়েছে।