শিক্ষা ডেস্ক :
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৮১ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন। এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দুটিই বেড়েছে। গতবার পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ১৭ হাজার ৫৭৮টি।
সোমবার (২৮ নভেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।
তোফাজ্জুর রহমান জানান, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৭৪ হাজার ৫৫৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৮২ জন। ৮১ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এর মধ্যে দিনাজপুর জেলায় ৩৩ হাজার ৮৩৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৮ হাজার ২৯৪ জন। পাসের হার ৮৩ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৫ হাজার ৮৭২। রংপুর জেলায় ৩৩ হাজার ৬৩০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭ হাজার ৫২৩ জন। পাসের হার ৮১ দশমিক ৮৪ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৫ হাজার ৮২৭ জন। গাইবান্ধা জেলায় ২৫ হাজার ৪৪২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ হাজার ৯৩ জন। পাসের হার ৮২ দশমিক ৯১ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৪ হাজার ৪৯ জন। নীলফামারী জেলায় ২০ হাজার ৬০৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৮৭৮ জন। পাসের হার ৮১ দশমিক ৯০ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২ হাজার ৭৯৬ জন। কুড়িগ্রাম জেলায় ১৯ হাজার ২০৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৪০৭ জন। পাসের হার ৭৫ দশমিক ০২ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২ হাজার ২০৩ জন। লালমনিরহাট জেলায় ১৩ হাজার ২৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ১১৮ জন। পাসের হার ৭৬ দশমিক ৩৯ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১ হাজার ৯৯ জন। ঠাকুরগাঁও জেলায় ১৬ হাজার ৫০০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৭৮৪ জন। পাসের হার ৮৩ দশমিক ৫৪ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২ হাজার ৫১৩ জন। পঞ্চগড় জেলায় ১২ হাজার ১১৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৫৮৫ জন। পাসের হার ৭৯ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১ হাজার ২২৭ জন।
