হোম জাতীয় দিনাজপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

জাতীয় ডেস্ক :

দিনাজপুরে শীতকালীন প্রশিক্ষণ এলাকায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। এ সময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সেনাবাহিনী। ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ হাজার ৮০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ সময় সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ বলেন, ‘জনগণের সমর্থন ছাড়া সেনাবাহিনীর বিজয়লাভ সম্ভব নয়। জনগণই সেনাবাহিনীর প্রধান শক্তি। দেশরক্ষায় শুধু নয়, সেনাবাহিনী জনগণের সহায়তা নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

এ সময় তিনি সেনাবাহিনীর জনকল্যাণমূলক কাজের বিষয়ে বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অসহায় মানুষের পাশে আছে। এ বছরও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। সে ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী আজ (মঙ্গলবার) দিনাজপুর অঞ্চলের অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রশিক্ষণ এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।’

তিনি আরও বলেন, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী গরিব-দুঃখী মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনা করছে। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ‘কৃষকবান্ধব ভেটেরিনারি সেবা ক্যাম্পেইনের’ অংশ হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিনা মূল্যে গবাদি পশু ও হাঁস-মুরগির চিকিৎসা প্রদান করছে।

পরে সেনাপ্রধান প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন। এ সময় সেনা সদর ও স্থানীয় ফরমেশনগুলোর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কোয়ার্টার মাস্টার লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল ফয়জুর রহমানহ বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন