হোম রাজনীতি দিনাজপুরে নাশকতা মামলায় যুবদল নেতা গ্রেফতার

রাজনীতি ডেস্ক:

দিনাজপুরে নাশকতার মামলায় খানসামা উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আহসান হাবিব রাজুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবদল নেতা রাজুকে গ্রেফতার করা হয়। সোমবার (১৩ নভেম্বর) খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার রাজু উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের গুন্দুশাহ পাড়ার মমতাজ উদ্দিনের ছেলে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় জানান, তাকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং সোমবার তাকে ওই মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন