হোম অন্যান্যসারাদেশ দাকোপ থানা পুলিশের অভিযানে ২৫পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ি আটক

দাকোপ থানা পুলিশের অভিযানে ২৫পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ি আটক

কর্তৃক
০ মন্তব্য 154 ভিউজ

সৌরভ মডল,দাকোপঃ

খুলনা জেলার দাকোপ থানার লাউডোব খুটাখালি বাজারে অভিযান চালিয়ে ২৫পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যাবসায়িকে আটক করেছে দাকোপ থানা পুলিশ।
আটককৃত আসামী মোঃ সাব্বির হোসেন (আজিম)(২৪), পিং- মোঃশামিম সরদার, সাং- বানিশান্তা বাজার। উৎপল মিস্ত্রি (২০), পিং- তুষার মিস্ত্রি, সাং- আমতলা,উভয় থানা-দাকোপ,জেলা- খুলনা দ্বয়কে  ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে।
থানা পুলিশ সুত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন দাকোপ থানার এস আই মোঃ আবু জাফর, কনস্টেবল / ১৬১৬ উদয় কুমার, কনস্টেবল /২৩৫৮ আঃ কাদের।
আটককৃত দুই মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে দাকোপ থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে,এবং উক্ত মাদক চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন