হোম খেলাধুলা দল শীর্ষে, নিজেকে কাঠগড়ায় তুললেন বাভুমা

খেলাধূলা ডেস্ক :

বড় মঞ্চে কতবার যে হাত ফসকে জয় বেরিয়ে গেছে তার ইয়ত্তা নেই দক্ষিণ আফ্রিকার। চাপকে জয় করতে না পারার তালিকাটা দীর্ঘ। তবে রোববার (৩০ অক্টোবর) পার্থ খালি হাতে ফেরাল না তাদের। উড়তে থাকা ভারতকে মাটিতে নামিয়ে এনে সুপার টুয়েলভের লড়াইটা দারুণ জমিয়ে তুলেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা সুপার টুয়েলভের গ্রুপ-২ এ শীর্ষে থাকলেও নিজেকে নিয়ে খুশি নন অধিনায়ক টেম্বা বাভুমা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির কারণে জিম্বাবুয়ের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর পর ভারতকেও হারিয়েছে তারা।

সেমির দৌড়ে সবার চেয়ে এগিয়ে টেম্বা বাভুমারাই। কিন্তু প্রোটিয়াদের দুর্দান্ত পারফর্মের পরও নিজের ছন্দ নিয়ে অখুশি অধিনায়ক। টেম্বা বাভুমা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ছাড়া দলের বাকি ব্যাটসম্যানরা দারুণ খেলছেন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ১৪ রান করেছেন প্রোটিয়া অধিনায়ক। এছাড়া, শেষ ১০ ইনিংসে মাত্র দু’বার দু’অঙ্কের রান করতে পেরেছেন তিনি। তার মধ্যে একটি এসেছে রোববার ভারতের বিপক্ষে। ১৫ বলে ১০ রান করেন তিনি।

ম্যাচ শেষে ভারতের বিপক্ষে জয়ের পরিকল্পনা বিষয়ে বাভুমা বলেন, ‘আমাদের চেষ্টা ছিল আক্রমণাত্মক মানসিকতা বাড়ানোর। সেটা করলে সামনে সুযোগও চলে আসে। ভাগ্য ভালো যে, সব আমাদের নিয়ন্ত্রণেই ছিল। যে ছন্দে আমরা ছিলাম সেটাই ধরে রাখতে পেরেছি।’

তিনি বলেন, ‘এই ম্যাচের আগে যে ম্যাচগুলো খেলা হয়েছে সেগুলো আমরা দেখেছি। সেই অনুযায়ী, লেংথ ঠিক করেছি। বাউন্সের বৈচিত্র আমাদের সাহায্য করেছে। নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি।’

টেম্বা বাভুমা আরও বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা দুর্দান্ত ছন্দে রয়েছে। আমাকে ছাড়া বাকিরা সবাই ভালো খেলছে। অনেক দিন ধরেই একসঙ্গে খেলার কারণে ভালো বোঝাপড়া গড়ে উঠেছে। চাপের মুখে এ রকম ইনিংস খেলায় তাদের আত্মবিশ্বাস বাড়বে।’

এদিকে, আগামী বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোর মালিকরাই সেখানে দল কিনেছেন। সেখানে টেম্বা বাভুমাকে কেনেনি কেউ। টি-টোয়েন্টিতে তার রান করার গতি কম থাকার কারণেই কোনো দল আগ্রহ দেখায়নি বলে মনে করা হচ্ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন