বিনোদন ডেস্ক:
মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এদিকে সিনেমাটির দর্শক চাহিদা আর টিকিট সংকট থাকায় শো বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (২২ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া জানান, শো বেড়েছে মুজিব সিনেমার। দর্শক চাহিদা আর টিকিট সংকট থাকায় শো বাড়ানো হয়েছে।
স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় মোট ১৮টি শো চলছিল ‘মুজিব’ বায়োপিকের। এবার সেই শো বাড়িয়ে করা হয়েছে ৩৩টি।
শুধু দেশের মাল্টিপ্লেক্স নয়, একই অবস্থা দেশের প্রায় সমগ্র সিনেমা হলে। দর্শক চাহিদা বাড়ায় মুক্তির দুইদিন না যেতেই ১৫৩ থেকে ১৬১ সিনেমা হল পায় ‘মুজিব’। দ্বিতীয় সপ্তাহে এসে সেই সংখ্যা হয়েছে ১৬৪, বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড বলে জানাচ্ছে পরিবেশনা প্রতিষ্ঠানটি।
সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। খন্দকার মোশতাক আহমদের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। কিশোর শেখ মুজিব চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি।
এ ছাড়া রেণু (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া, শেখ রেহানা চরিত্রে সাবিলা নূর, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ, এ কে ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, টিক্কা খান চরিত্রে জায়েদ খানসহ অনেকেই অভিনয় করেছেন।
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন শামা জাইদি ও অতুল তিওয়ারি। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিএফডিসি’ (বাংলাদেশ) ও ভারতের ‘এনএফডিসি’। এটি বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় করা হয়েছে। সিনেমাটির দৈর্ঘ ২ ঘণ্টা ৫৮ মিনিট।