হোম আন্তর্জাতিক দক্ষিণ কোরিয়ায় খাদ্যমেলায় বাংলাদেশের অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ কোরিয়ায় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘গোয়াংজু খাদ্যমেলা ২০২২’। খাদ্যপণ্যের রফতানি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এ মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ।

গত সপ্তাহে শুরু হয় চার দিনব্যাপী ‘গুয়াংজু খাদ্যমেলা ২০২২’। গোয়াংজু সিটির মেয়র গিজাং এ মেলার উদ্বোধন করেন। শেষ হয় গত রোববার (১৬ অক্টোবর)। মেলায় অংশগ্রহণ করে অন্তত ৯টি দেশ।

খাদ্যমেলায় মোট ১১৫টি বুথের মধ্যে ১০৭টিই স্থানীয় তথা কোরিয়ান। আর বাকি আটটি বিদেশি। মেলার মাধ্যমে নিজ নিজ দেশের সংস্কৃতির পাশাপাশি খাদ্য ও খাদ্যপণ্য প্রদর্শন করে সবাই।

এ মেলা ছিল কোরীয় ও অন্যান্য দেশের খাদ্য আমদানিকারকদের কাছে বাংলাদেশের খাদ্যবিষয়ক নানা তথ্য তুলে ধরার অনন্য সুযোগ। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে বাংলাদেশ।

মেলায় দর্শনার্থীদের সামনে বাংলাদেশি বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। মেলায় বাংলাদেশের খাদ্যবিষয়ক লিফলেট, পোস্টার ও যোগাযোগ সম্পর্কিত তথ্যাদি দর্শনার্থীদের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ দূতাবাস জানায়, মেলায় উল্লেখযোগ্য সংখ্যক কোরীয় ও বিদেশি দর্শনার্থী বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। বাংলাদেশের বিভিন্ন খাদ্যপণ্য বিশেষ করে কুকিজ, মসলাজাতীয় খাদ্যপণ্য, নুডলস, পানীয়, তেল ও সসজাতীয় খাদ্যপণ্যের বিষয়ে তাদের আগ্রহ ছিল লক্ষণীয়।

মেলায় বাংলাদেশের সফল অংশগ্রহণ ভবিষ্যতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন