হোম ফিচার তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, ভাত ও ভোটের অধিকারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কিশোরগঞ্জ জেলা কমিটি।

আজ শনিবার (৭ মে) বিকেলে গৌরাঙ্গবাজারের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান রুমীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা সিপিবির সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, সাধারণ সম্পাদক এডভোকেট মো. এনামুল হক, কিশোরগঞ্জ পৌর সিপিবি সভাপতি দেবব্রত দাস দেবু, জেলা সিপিবি নেতা রঞ্জিত সরকার প্রমুখ।

বক্তারা ভোজ্য তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সরকারি ঘোষণার প্রতিবাদ জানিয়ে বলেন, লুটেরা শ্রেণির স্বার্থে সরকার ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি করেছে। অবিলম্বে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা প্রত্যাহারের দাবি জানাই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন