সুনামগঞ্জ প্রতিনিধি :
আজ ২১ সেপ্টম্বর রোজ মঙ্গলবার সকাল ১২টার সময় তাহিরপুর থানার উদ্যোগে,থানা প্রাঙ্গণে অপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন’এর সভাপতিত্বে,এস আই নাজমুল হকের সঞ্চালনায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নানা শ্রেনী পেশার লোকজনের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বুরহান উদ্দিন, দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান হাজী ইউনুছ আলী,সদর ইউপি সদস্য জয় রায়, আইরিন বেগম,রেবা বেগম,সকাল ১২ টায় সময় তাহিরপুর থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে যেসব বিষয় তুলে ধরা হয়।জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ও জনগণের ভূমিকা, ইভটিজিং,বাল্যবিবাহ, সচেতনতা ও মাদক বিরোধী আলোচনা করা হয়। সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানানো হয়। এছাড়াও সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের কি রকম ভূমিকা নেয়া উচিত সে সম্পর্কে মতামত শোনা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া স্থানীয় জনগণকে উদ্দেশ্য করে বলেন, মাদক,বাল্যবিবাহ, ইভটেজিংক সহ অপরাধ মূলক কাজে জড়িত হবেন না।অন্য কেউ জড়িত হলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা গনমাধ্যমে ও স্থানীয় জনসাধারণ মানুষ সহ প্রমুখ।