হোম আন্তর্জাতিক তালেবানকে বিচ্ছিন্ন না করতে পশ্চিমাদের পরামর্শ কাতারের

আন্তর্জাতিক ডেস্ক :

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফগানিস্তান ও তার নতুন তালেবান শাসকদের বিচ্ছিন্ন করে দেওয়া কোনো ইতিবাচক পদক্ষেপ হতে পারে না। সাবেক বিদ্রোহীদের সঙ্গে মিলে কাজ করলে তাদের মধ্যকার উদাপন্থীরা শক্তিশালী হবে।

বুধবার (১৩ অক্টোবর) কাতারে একের পর এক কূটনৈতিক বৈঠকের পর শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-সানি এমন মন্তব্য করেন। বহুবছর ধরে কাতারের রাজধানী দোহায় রাজনৈতিক কার্যালয় খুলে কূটনৈতিক কার্যক্রম চালাচ্ছে তালেবান। পরবর্তীতে গেল আগস্টে তাদের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন ঘটে।-ডন অনলাইনেরে

আফগানিস্তান থেকে গেল ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি বাহিনী প্রত্যাহার করা হয়েছে। এখন দুদশকের বিদ্রোহ ও যুদ্ধ শেষে তালেবান কীভাবে দেশ শাসন করে, তা দেখার অপেক্ষায় আছে আন্তর্জাতিক সম্প্রদায়।

চলতি সপ্তাহে দোহায় যুক্তরাষ্ট্র, ইউরোপের ১০টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন তালেবান নেতারা। তালেবানের ক্ষমতা দখলের পর এই প্রথম কোনো এমন বৈঠক হয়েছে।

দোহায় সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞদের এক অনুষ্ঠানে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত, সঠিক পদক্ষেপ নিতে তালেবানের প্রতি আহ্বান জানানো। নেতিবাচক পদক্ষেপের জন্য তাদের শাস্তি দিতে আলোচনার বদলে ভালো কিছু করতে তাদের অনুপ্রাণিত করা উচিত।

তালেবানকে নির্দেশনা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-সানি। তিনি বলেন, এটা তাদের মধ্যকার উদারপন্থীদের জন্য সহায়ক হবে। সরকারে তাদের আরও প্রভাব বাড়বে, সিদ্ধান্তগুলো ফলপ্রসূ হবে।

এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে ফ্লাইট বাতিল করে দিয়েছে পাকিস্তানের আন্তর্জাতিক এয়ারলাইনস (পিআইএ)। নীতি পরিবর্তনে স্বেচ্ছাচার ও কর্মীদের ভয়ভীতি প্রদর্শনসহ তালেবান কর্তৃপক্ষের অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান।

টিকিটের মূল্য কমিয়ে আগস্টের পশ্চিমা-সমর্থিত সরকারের পতনের আগের অবস্থায় নিয়ে যেতে তালেবান সরকার কড়া নির্দেশ দিয়েছিল। এতে ফ্লাইট পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

কাবুলের বাইরে একমাত্র আন্তর্জাতিক এয়ারলাইনস হিসেবে আফগানিস্তানে ফ্লাইট পরিচালনা করছিল পাকিস্তান এয়ারলাইনস। কোম্পানির মুখপাত্র বলেন, কর্তৃপক্ষের অতিরিক্ত খবরদারি ও বলপ্রয়োগের কারণে আজ থেকে আমরা কাবুলে ফ্লাইট পরিচালনা স্থগিত করে দিয়েছি।

এর আগে পাকিস্তান এয়ারলাইনস ও আফগান ক্যারিয়ার কিম এয়ারকে সতর্ক করে দিয়ে তালেবান বলেছে, তারা যদি টিকিটের মূল্য কমাতে রাজি না হয়, তবে তাদের আফগানিস্তানের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়ার ঝুঁকি রয়েছে। কারণ টিকিটের মূল্য বেড়ে অধিকাংশ আফগান নাগরিকের বহন সক্ষমতার বাইরে চলে গিয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন