নিজস্ব প্রতিনিধি :
ভুয়া এন এস আই পরিদর্শক পরিচয় দিয়ে জনগনের কাছ থেকে লক্ষ হাতিয়ে নেওয়া অপরাধে মুজাহিদ হোসেন (৩২) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।
আটককৃত মুজাহিদ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে । মঙ্গলবার(২৫মে) সে সাতক্ষীরা জেলার তালা উপজেলার সুজন শাহা বাজার থেকে এন এস আই ও ডিবি পুলিশের যৌথ অভিযানে আটক হয়।
স্থানীয়রা জানায়, মুজাহিদ একজন পেশাদার প্রতারক।সে মাঝে মাঝে গোয়েন্দা সংস্থা এন এস আই পরিচয় দিয়ে এলাকায় এসে চাকুরি ও কম দামে ভাল বাড়ি কেনার নামে এলাকার বহুমানুষের কাছ থেকে ২৫-৩০লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
আলতাফ হোসেন নামে এক ভুক্তভোগী জানায়, দেড় বছর আগে মোজাহিদের সাথে এন এস আইয়ের কর্মকর্তা হিসাবে পরিচয় হয়। অতপর সে এক বছর ধরে চাকরী, বাড়ী কিনে দেওয়া ও বিদেশ পাঠানো এবং হজে পাঠানোর কথা বলে আমি আমার ভাই শাহিনুর ও ইসলামকাটি গ্রামের দেলবার আলীর ছেলে শফিকুল এর নিকট থেকে চার কিস্তিতে ১৩ লাখ নিয়েছে। আজ জানতে পারি সে কতবড় প্রতারক আমি প্রসাশনের নিকট এই প্রতারকের সর্বোচ্চ শাস্থির দাবী জানাচ্ছি।
তালা থানা পরিদর্শক মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, মোজাহিদ নামে এক প্রতারক ডিবি পুলিশও এন এস আইয়ের যৌথ অভিযানে আটক হয়েছে। বর্তমানে সে ডিবি পুলিশের হেফাজতে আছে।
সাতক্ষীরা গোয়ন্দা পুলিশ পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মোজাহিদ নামে এক প্রতারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা তার প্রতারনার সত্যতা পেয়েছি তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্তা গ্রহনের প্রস্তুতি চলছে।
