হোম অন্যান্যসারাদেশ তালায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :

তালায় সালমা বেগম (৩৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালমা বেগম উপজেলার চর কানাইদিয়া গ্রামের রোস্তম গাজীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া গ্রামে । তবে নিহতের পরিবারের দাবী তাদের মেয়েকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে সালমা ও তার স্বামীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। গত বৃহস্পতিবার ও ঝগড়া মেটাতে বাড়িতে সালিশী বেঠক হয়। গতকাল জুম্মার নাজাম পড়ে তার স্বামী বাড়িতে এসে লাশ দেখতে পায়। পরবর্তীতে এলাকাবাসী থানা পুলিশকে জানায়। তারা আরও জানায়, ঐ গৃহবধু অন্তসত্তা ছিল। বর্তমানে তাদের সংসারে ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের পিতা গওহর গাজী জানায়, আমার মেয়ে সালমা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। প্রায়ই স্বামীর সাথে তার ঝগড়া হওয়ার কারনে তাকে মারপিট করত। ইতিপূর্বে কয়েক বার শালিশ করেও সমাধান হয়নি। গতকাল দুপুরের কোন এক সময়ে মেয়েকে হত্যা করে লাশ ঝুঁলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার দিচ্ছে । আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

তালা থানা পরিদর্শক (ওসি) মেহেদী রাসেল জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দ্বায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানান হবে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন