নিজস্ব প্রতিনিধি ঃ
তালায় মরন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সেজুতি দাস(৫) নামের শিশু অর্থের অভাবে বাড়িতে মৃত্যুর পহর গুনছে বলে জানা গেছে । সেঁজুতি দাস তালা উপজেলার বারাত গ্রামের সদয় কন্যা। মঙ্গলবার(৮জুন) সরজমিনে গেলে সেজুতির পিতা সদয় দাস বলেন,
১ পু্ত্র ১কন্যা সহ চারজনে মিলে আমার সংসার। দিনমুজুরি একমাত্র আমায় আয়ের উৎস । সংসারে নুন আনতে পানতা ফুরায়। গত ৭ মাসে সেজুতির ঢাকায় প্রথমে ব্লাড ক্যাস্নার ধরা পড়ে। এরপর আমার শেষ সম্বল ভিটামাটি টুকু বিক্রি করে ও
বিত্তবানের কিছু সহযোগিতা নিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাই ভারতের ভেলঢ়ে। সেখানে প্রায় ৭-৮ লক্ষ টাকা চিকিৎসার জন্য খরচ করে অর্থের অভাবে
বাড়িতে ফিরে আসি। ডাক্তার বলেছে, তাকে বাঁচাতে হলে এখনও প্রয়োজন ৮-১০ লক্ষটাকা। কিন্তু আমার যা কিছু ছিল সব আছে শেষ হয় গেছে। তাই বাধ্যহয়ে
এখন অসহায়ের মত অর্থের অভাবে আমি বাড়িতে বসে আছি। বুঝতি পারছিনা কি করে বাঁচাবো আমার শিশুকন্যাকে।
তিনি আকুতির সুরে আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি আমার দিকে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিত তাহলে হয়তবা আমার শিশু কন্যাটিকে বাঁচাতে পারতাম।