হোম অন্যান্যসারাদেশ তালায় আরও ৩জনের শরীরে  করোনা পজেটিভ  মোট আক্রান্ত -৯

তালায় আরও ৩জনের শরীরে  করোনা পজেটিভ  মোট আক্রান্ত -৯

কর্তৃক
০ মন্তব্য 120 ভিউজ

নিজস্ব প্রতিনিধি তালা :

তালায় আরও তিনজনের শরীরে  করোনা পজেটিভ হয়েছে বলে জানা গেছে। আক্রান্ত ঐ ব্যাক্তিরা হল  তালা সদর ইউনিয়নের কিসমত ঘোনা  গ্রামের মৃনাজ শেখের ছেলে আজিজুর রহমান(৩৪) মাগুরা ইউনিয়নের শাহাজানের  স্ত্রী ফতেমা বেগম (৪৭) খেরশা ইউনিয়নে কাইনদিয়া গ্রামের পলাশ  হালদারের ছেলে সুবেদু  হালদার (৩৪) সহ মোট ৯জন আক্রান্ত হয়েছে। তালা উপজেলা স্বাস্থ্যপরিদর্শক ডাঃরাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান,আক্রান্তদের বাড়ি সহ আশে পাশে  বাড়ি  লকডাউন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন