হোম খুলনানড়াইল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নড়াইলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নড়াইলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

দীর্ঘ সময় জীবন নির্বাসন কাটিয়ে আগামীকাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নড়াইল জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে অভূতপূর্ব আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে হাজার হাজার নেতাকর্মী নড়াইল থেকে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।নড়াইল থেকে মো্স্তফা কামাল এর তথ্য চিত্রে।

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে বলেন ,বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় নেতা দেশে ফিরবেন এ উপলক্ষে নড়াইল জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে । প্রায় ২০ হাজার লোক আমরা নড়াইল থেকে ঢাকার উদেশ্যে রওনা হবো।তারেক রহমানের আগমনে সারা দেশের ন্যায় আমরাও আনন্দিত। 

সরেজমিনে দেখা গেছে, উপেলক্ষে নড়াইল শহরের বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বাসার সামনে নেতাকর্মীদের জন্য রান্নার কাজ চলছে চলছে।  স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলো প্রতিদিন প্রস্তুতি সভা আনন্দ মিছিল করছে। সাধারণ ভোটার সমর্থকদের মাঝেও এক ধরনের কৌতূহল দেখা দিয়েছে, কারণ তারেক রহমানের আগমনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন মোড় আসবে বলে তারা মনে করছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীরা বলেন, আমরা বছরের পর বছর এই দিনটির অপেক্ষা করেছি। আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসছেন, এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না। আমরা তিনশ ফিট এলাকায় নির্ধারিত সংবর্ধনা স্থলে উপস্থিত হব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন