হোম খুলনানড়াইল তারুণ্যের বাংলাদেশ গড়তে নড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের বাংলাদেশ গড়তে নড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ

তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক আলোচনা সভা নড়াইলে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা তথ্য অফিস নড়াইল এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার রুস্তম আলী।  আলোচনায় অংশগ্রহণ করেন  জেলা কালচারাল অফিসার মোঃ রাকিবিল বারি, এনপিপির সভাপতি শরীফ মুনির হোসেন,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, এনসিপি নেতা মোঃ শরিফুল ইসলাম, জেলা ঈমাম পরিষদের সভাপতি মুফতি মাওলানা ওয়াকিউজ্জামান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব ফারহান রানা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস।

বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে ইতিবাচক চিন্তা-চেতনা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসতে হবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সামাজিক উন্নয়ন, নৈতিকতা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথি . মোহাম্মদ আবদুল ছালাম তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হলে তরুণদেরকেই নেতৃত্ব দিতে হবে। তাদের উদ্ভাবনী চেতনা ইতিবাচক কর্মস্পৃহা আজকের পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি রাখে।তিনি তরুণদের প্রতি আহ্বান জানান, যেন তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারিবেসরকারি কর্মকর্তা ,গণমাধ্যমকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ও সংশ্লিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন