হোম এক্সক্লুসিভ তামিমকে সিদ্ধান্ত বদলের অনুরোধ সাইমনের

বিনোদন ডেস্ক:

হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে কান্নাজড়িত কণ্ঠে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

তামিমের এ সিদ্ধান্তে অনেকটাই হতবাক হয়েছেন নেটিজেনরা। তামিমের এমন বিদায় মানতে পারছেন না অনেকে। ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাইমন সাদিকও মানতে পারছেন না তামিমের এ সিদ্ধান্ত।

ক্রিকেটার তামিম ইকবালকে সিদ্ধান্ত বদলের অনুরোধ করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। তামিমের ছবি শেয়ার করে অনুরোধটি করেছেন সাইমন। ফেসবুকে সাইমন সাদিক লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এমন ঘোষণা আমি, আমরা চাই না। মানি না। আপনি এমনটা করতে পারেন না তামিম ইকবাল। দেশের জন্য হলেও এ ঘোষণা পরিবর্তন করুন।’

তামিমকে নিয়ে সাইমনের দেয়া স্ট্যাটাসে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। কমেন্টস বক্সে তারই আভাস পাওয়া গেছে। ডিএম জুনিয়র নামে একজন লিখেছেন, ‘তার কিছুই করার নেই, তাকে এ ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে।’ তার নিচেই মেহেদি নামে একজন লিখেছেন, ‘না ভাই যার ভেতরে কষ্ট সেই ফিল করছে। আমরা তো বাহিরটা দেখেছি ভেতরটা দেখিনি, বুঝবো কি করে।’ জাকির হোসেন লিখেছেন, ‘খান সাহেব এক কথার মানুষ।’

২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তামিমের। ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর আগে গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তামিম।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন