স্পোর্টস ডেস্ক:
১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলমান থাকাবস্থায় বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ সম্মেলন ডেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান তামিম।
তামিমের অবসরের বিষয়টি এখনও বিস্ময়ের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। সদ্য সাবেক অধিনায়ককে অবসর ভেঙে দলে যোগ দেয়ার অনুরোধ করেছে বোর্ড। তারকা ক্রিকেটারের বিদায়ে বিস্ময় প্রকাশ করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। বিশ্বকাপের মাত্র তিন মাস আগে তারকা এই ক্রিকেটারের বিদায়কে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা হিসেবে অভিহিত করেছে সংস্থাটি।
তামিমের বিদায় মানতে পারেননি তার সাবেক-বর্তমান সতীর্থরা। অনেকেই আক্ষেপ জানিয়েছেন তারকা এই ক্রিকেটারের আকস্মিক অবসরে। অনেকে আবার জানিয়েছেন ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা। শুধু সতীর্থরাই নন, তামিমকে বিদায়ী বার্তা দিয়েছেন ভিনদেশি ক্রিকেটাররাও। সেই তালিকায় আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও।
তামিমের অবসরের দিনই অর্থাৎ বৃহস্পতিবার (৬ জুলাই) নিজের টুইটারে তামিমকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ী বার্তা দিয়েছেন সাবেক লঙ্কান তারকা। টুইটে তামিমকে বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি হিসেবে আখ্যা দিয়েছেন মালিঙ্গা। মাঠ ও মাঠের বাইরে তামিমের খেলোয়াড়সুলভ আচরণেরও প্রশংসা করেছেন লঙ্কান এই কিংবদন্তি পেসার।
টুইটারে তিনি লিখেছেন, ‘অবসর শুভ হোক, তামিম। বাংলাদেশ ক্রিকেটের একজন কিংবদন্তি তিনি, যেকোনো ফরম্যাটে দেশটির সর্বোচ্চ রান সংগ্রাহক এবং মাঠ ও মাঠের বাইরে দারুণ ভদ্রলোক। বাংলাদেশ ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটে অবদান রাখায় তোমার গর্ববোধ করা উচিত।’
মালিঙ্গা ছাড়াও তামিমের অবসরে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তামিমকে বিদায়ী বার্তা দিয়েছেন লঙ্কান টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নেও। দুজনেই নিজেদের টুইটারে পোস্ট করে বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন।
