আন্তর্জাতিক ডেস্ক :
তাইওয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জন মারা গেছেন।
এ ঘটনায় দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দক্ষিণাঞ্চলীয় কাওসিয়াং এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন তারা বিস্ফোরণের শব্দ পেয়েছেন।
আগুনে পুড়ছে ভবন। নিরুপায় হয়ে নিজেদের আবাসস্থল ধ্বংসের দৃশ্য দেখা ছাড়া কিছুই করার ছিল না বাসিন্দাদের।
বৃহস্পতিবার ভোরে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের এই আবাসিক ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের কয়েকঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় ১৩ তলা ভবনের প্রায় সব ফ্লোরের আসবাবপত্র ও মালামাল।
আগুনে শতাধিক মানুষ হতাহত হন। প্রায় ৫০ জন দগ্ধ হলেও অনেকে লাফিয়ে পড়ে ও তাড়াহুড়ো করে ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বহুতল ভবনটি আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ভবনটির দ্বিতীয় তলায় সর্বপ্রথম আগুনের সূত্রপাত হয়। এরপর সেটি পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, দেখুন আগুনের বিশালতা মারাত্মক আকার ধারণ করেছে। ভয়াবহ পরিস্থিতি।
আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা না গেলেও অনেকেই বলছেন, বিস্ফোরণের শব্দ তারা পেয়েছেন। ঘটনা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
