হোম আন্তর্জাতিক তাইওয়ানে নতুন করে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে চীনের হুঁশিয়ারি

তাইওয়ানে নতুন করে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে চীনের হুঁশিয়ারি

কর্তৃক Editor
০ মন্তব্য 30 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির ব্যাপারে ‘তীব্র অসন্তুষ্ট’ চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (১ ডিসেম্বর) বলেছে, তারা এর দৃঢ়ভাবে বিরোধিতা করছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে এফ-১৬ জেট ও রাডারের খুচরা যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়ার পর চীন থেকে এ প্রতিক্রিয়া এলো।

মার্কিন সিদ্ধান্তকে ‘তাইওয়ানের স্বাধীনতা সমর্থন না করার’ প্রতিশ্রুতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তিনি বলেন, এই অস্ত্র বিক্রয় আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আমরা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করার এবং সামরিক বাহিনী গড়ে তোলার মাধ্যমে ‘তাইওয়ানের স্বাধীনতা’ অর্জনে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন বন্ধ করার আহ্বান জানাচ্ছি। জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষায় চীন দৃঢ় ও শক্ত পাল্টা ব্যবস্থা নেবে।

স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয় রোববার তাইওয়ানের লাই চিং এর প্রশাসনকে সতর্ক করে বলেছে, অস্ত্রের পেছনে অর্থ অপচয় তাইওয়ানকে নিরাপদ করছে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন