জাতীয় ডেস্ক :
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ও মোহাম্মদিয়া হাউজিং এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। অনাহারে দিনাতিপাত করছেন অনেকেই। কিন্তু এখনও পাননি কোনোরকম ত্রাণ সহায়তা। এছাড়া এমন পরিস্থিতিতেও দুর্গতদের খোঁজ নেয়ার জন্যও সেখানে যাননি কোনো জনপ্রতিনিধি।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২৪ অক্টোবর) রাতে বৃষ্টির পানি আটকে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পর যাদের বিকল্প সুযোগ আছে তাদের অনেকেই এলাকা ছেড়েছেন। তবে সরাতে পারেননি আসবাবপত্র।
অন্যদিকে বিকল্প না থাকায় পানিবন্দী হয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন ঘরের চালে। কিন্তু সেই চালও ভীষণ নড়বড়ে। ফলে চালে আশ্রয় নিয়ে কতক্ষণ টিকে থাকা যাবে সেই নিশ্চয়তাও নেই।
এলাকাবাসী জানান, রান্নাঘর ডুবে যাওয়ায় রাত থেকে রান্না করতে না পেরে অনাহারে দিনাতিপাত করছেন তারা। এছাড়া খাবার পানির ট্যাংকে নালার পানি ঢুকে যাওয়ায় পানির অভাবের পুরো এলাকায় হাহাকার পড়ে গেছে। এরপরেও পানবন্দিরা পাননি কোনো ত্রাণ সহায়তা।
এ বিষয়ে এক ব্যক্তি বলেন, ড্রেনের পানি ট্যাংকির ভেতরে ঢুকে গেছে। সেটা খাবার উপায় নেই। কিনে খাবার উপযোগী পানির দাম অনেক বেশি।
স্থানীয়দের অভিযোগ, দুর্যোগের রাত গড়িয়ে সকাল, সকাল গড়িয়ে দুপুর হলেও তাদের খোঁজ নিতে যাননি কোনো জনপ্রতিনিধি।
দুর্গত এক নারী বলেন, কেউ আমাদের খোঁজ নেয়নি। কেউ কিছু দেয়নি।
অপর এক ব্যক্তি বলেন, এ ব্যাপারে আমাদের কমিশনার সাহেবের তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
অভিযোগের বিষয়ে স্থানীয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ বলেন, আমি ঢাকার বাইরে আছি।
তাই সেখানে যেতে পারিনি। তবে পানিবন্দি বলা ঠিক হবে না। পানি নেমে যাচ্ছে। আশা করছি দ্রুতই পানি নেমে গিয়ে এ সমস্যার সমাধান হবে।
