হোম ফিচার তবে কি অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানি!

বিনোদন ডেস্ক:

বেশ কিছুদিন বিয়ে নিয়ে আলোচনায় ছিলেন কিয়ারা। তারপর কাজ নিয়ে তো প্রায়ই শিরোনাম হন। এবার নতুন কিছু। নেটিজেনদের মনে প্রশ্ন: এবার কি তবে অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানি!

প্রশ্নটি মাথায় আসার কারণও রয়েছে। সম্প্রতি নিজের ছবি ‘সত্য প্রেম কি কথা’র প্রচারে জয়পুরে যান কিয়ারা। সেখানে কিছু ছবি তোলেন তিনি। কার্তিকের সঙ্গে অভিনেত্রীর সেই ছবিগুলোতে কিয়ারার হালকা স্ফীত পেট দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে এ বিষয়ে।

গত ফেব্রুয়ারিতে বিয়ে করেছে সিড-কিয়ারা। বিয়ে করেই দিল্লিতে শ্বশুরবাড়িতে কাটান কটা দিন। তার পর মায়ানগরীতে জমকালো রিসিপশন। যদিও বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়ার সময় মেলেনি সিড-কিয়ারার। কারণ, কাজ নিয়ে দুজনের ব্যস্ততা তুঙ্গে। সামনেই মুক্তি পেতে চলেছে কিয়ারার ছবি ‘সত্য প্রেম কি কথা’।

সম্প্রতি নিজের সিনেমা ‘সত্য প্রেম কি কথা’র প্রচারে জয়পুর যান কিয়ারা। সঙ্গে সহ-অভিনেতা কার্তিক আরিয়ান। জয়পুরের বেশ কিছু ছবি সামনে আসতেই জল্পনা অভিনেত্রীকে নিয়ে। তিনি নাকি অন্তঃসত্ত্বা! জয়পুরে ছবির প্রচারে অভিনেত্রীর পরনে ছিল ব্রালেট, তার ওপরে রাজস্থানি হাতের কাজের ব্লেজার ও প্যান্ট। নাভির ঠিক নিচে হুক দিয়ে আটকানো ব্লেজার। তার মধ্যে থেকেই নাকি উঁকি দিচ্ছে অভিনেত্রীর হাল্কা স্ফীত পেট।

সূত্র: আনন্দবাজার

সম্পর্কিত পোস্ট

মতামত দিন